মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সফটওয়্যার বলে দেবে হাসি আসল নাকি কৃত্রিম!

ইনফোটেক ডেস্ক

সফটওয়্যার বলে দেবে হাসি আসল নাকি কৃত্রিম!

ব্রিটেনের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন যা হাজার কৃত্রিম হাসির মধ্যে থেকে বেছে নিতে পারে সত্যিকারের হাসিকে। কোনো মানুষের আসল হাসি লুকিয়ে থাকে তার চোখে। আর এ বিষয়টিকেই কাজে লাগিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে মানসিক রোগীদের চিকিৎসা আরও সহজ হবে। ভবিষ্যতে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে মেশিন ও মানুষের মধ্যেও সুসম্পর্ক গড়ে উঠবে। সফটওয়্যারটি প্রথমে একটি মানুষের মুখের ভিডিও দেখে। যেখানে তার ঠোঁট, গাল এবং চোখের বৈচিত্র্যগুলো লক্ষ্য করা হয়। দেখা হয়, হাসির সময় এই অংশগুলো কীভাবে সহযোগিতা করছে। এরপর ভিডিও’র প্রতিটি ক্লিপে অভিব্যক্তি হিসাব করে বোঝা যায় হাসি আসল নাকি কৃত্রিম। 

সর্বশেষ খবর