মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আইটি তথ্য

ইনফো ডেস্ক

ডেঙ্গুর জন্য ভিডিও কনসাল্টেশনের সাহায্যে ঝামেলাবিহীন হোম ডায়াগনস্টিক টেস্টের সেবা এখন ‘টনিক অ্যাপে’।

 টেলিনর হেলথ নিয়ে এসেছে এই হোম ডায়াগনস্টিক টেস্ট সেবা। এতে ‘টনিক অ্যাপের’ মাধ্যমে গ্রাহকরা ডেঙ্গুর জন্য হোম ডায়াগনস্টিক টেস্ট সেবা গ্রহণ করতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ শহরের বাসিন্দারা এই নতুন সেবাটির মাধ্যমে ঘরে বসেই ডেঙ্গু স্ক্রিনিং টেস্টের জন্য অর্ডার করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই স¤পূর্ণ প্রক্রিয়াটি স¤পন্ন করতে পারবেন। এই টেস্ট সেবায় স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে থাইরোকেয়ার।

যদি কোনো গ্রাহক পাঁচ বা তার কম দিন ধরে ডেঙ্গুর লক্ষণগুলোতে ভুগতে থাকেন তখন এই সার্ভিসটির মাধ্যমে তিনি এনএস১ অ্যান্টিজেন টেস্ট ও সিবিসি পরীক্ষা করাতে পারবেন। যদি লক্ষণগুলো ৫ দিনের বেশি ধরে দেখা যায় তখন তিনি এই সার্ভিসটি থেকে ডেঙ্গু অ্যান্টিবডিস (আইজিএম অ্যান্ড আইজিজি) টেস্ট ও সিবিসি পরীক্ষা করাতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর