সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আইটি বিশ্ব

ইনফো ডেস্ক

যে মঙ্গলে পানির জন্য এত খোঁজ, সেখানে নাকি সমুদ্র ছিল। এমনকি সুনামির ভয়ঙ্কর ঢেউও উঠেছিল সেই সমুদ্রে। তবে সবটাই প্রায় ৩৭০ কোটি বছর আগের ঘটনা। সম্প্রতি মার্কিন গবেষণায় এসব তথ্য মিলেছে। মঙ্গলের উত্তর গোলার্ধে সমুদ্র সৈকতের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা।  দুটি উল্কা আঘাত হেনেছিল লালগ্রহে। সেই উল্কা পানিতে এসে পড়ায় বিশাল বিশাল ঢেউ সমুদ্র ছাড়িয়ে পৌঁছে যায় উপকূলেও। সেই জলোচ্ছ্বাসের পরেই এক বিশাল এলাকাজুড়ে ক্ষতের সৃষ্টি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর