Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ অক্টোবর, ২০১৯ ২৩:৪৩

ইনফো বাজার

ইনফোটেক ডেস্ক

ইনফো বাজার

ডুয়াল ক্যামেরার শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরসিক্স’। তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজায়, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং অনলাইনের ই-প্লাজায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম ৯,৫৯৯ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, আকর্ষণীয় ডিজাইন ও

ফিচারে সাজানো ‘প্রিমো আরসিক্স’ ফোনটি বাজারে আসার আগেই প্রি-অর্ডার বা আগাম ফরমাশ নেওয়া হয়েছিল। প্রি-অর্ডারে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার সব ক্রেতার জন্যই ফোন বাজারে উন্মুক্ত করা হয়েছে। নতুন এ ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ও গতি।

 


আপনার মন্তব্য