শিরোনাম
সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আইটি তথ্য

ইনফোটেক ডেস্ক

ফাইভ জি কোর নেটওয়ার্কে ক্যারিয়ার মাইগ্রেশনকে ত্বরান্বিত করার জন্য ওভামের সর্বশেষ ফাইভ জিসি হোয়াইট পেপারে ফাইভ জি কোর (ফাইভজিসি) ভেন্ডর হিসেবে শীর্ষস্থান দখল করেছে মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন।

এ হোয়াইট পেপারে, ফাইভ জি যুগে টেলিযোগাযোগ শিল্প রূপান্তরিত হওয়ার পাশাপাশি অপারেটরগুলির কার্যক্রমগত দক্ষতা উন্নত করতে এবং সেবাদানের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে মোবাইল অপারেটররা কীভাবে দ্রুতগতির স্বয়ংক্রিয় ফাইভ জি নেটওয়ার্ক তৈরি করতে পারে তা নিয়ে রূপরেখা দিয়েছে ওভাম। হোয়াইট পেপার জেডটিই’র সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক চরিত্রের পাশাপাশি ফাইভ জিসি মান, প্রযুক্তি এবং বাণিজ্যিক ব্যবহারে প্রতিষ্ঠানটির কোর সল্যুশনের ব্যাপারে আলোকপাত করা হয়। 

জেডটিইর কমন কোর সল্যুশন প্রথমবারের মতো ক্লাউড-নেটিভ ৫জিসি, যা টুজি /থ্রিজি /ফোর জি/ ফাইভ জি প্রযুক্তিগুলিকে একীভূত করার পাশাপাশি নন-স্ট্যান্ড অ্যালোন (এনএসএ) এবং স্ট্যান্ড অ্যালোন (এসএ) ডেপ্লয়মেন্টে সহায়তা দিবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর