বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফোল্ডিং স্মার্টফোন কি নজর কাড়তে পারবে?

ইনফোটেক ডেস্ক

ফোল্ডিং স্মার্টফোন কি নজর কাড়তে পারবে?

মটোরোলা ঘোষণা দিয়েছে যে তারা তাদের নতুন রেজর সিরিজ আরও কিছুদিন পর বাজারে ছাড়বে। ভার্টিক্যাল ফোল্ডিং স্ক্রিনসহ এই ফোনটি মটোরোলার ২০০৫ সালের জনপ্রিয় ফোন মটোরেজর’এর আধুনিক ভার্সন। প্রায় ১৫০০ ডলার দামের এই ডিভাইসটি যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করা শুরু করার কথা ছিল ২৬ ডিসেম্বর। দেরি হওয়ার জন্য মালিকানাধীন প্রতিষ্ঠান লেনোভো রেজর’এর জনপ্রিয়তাকে দায়ী করছে। তারা বলছে ফোনের চাহিদার পরিমাণ এর যোগানের চেয়ে অনেক বেশি। তবে এই ফোল্ডিং ফোনেও বেশ কিছু সমস্যা রয়েছে। খবর বিবিসি বাংলার। এখনো ফোন বাজারজাত করার নতুন তারিখ না জানালেও মটোরোলা জানিয়েছে যে ফোন বাজারে ছাড়তে খুব বেশি দেরি হবে না।

বিবিসির ক্রিস ফক্স যখন ফোনটির পরীক্ষাধীন মডেল ব্যবহার করেন, তখন এর হার্ডওয়্যারে কিছু সমস্যা খুঁজে পান। এটি প্রাথমিক ডিভাইস হিসেবে নয়, বরং ফ্যাশনেবল পণ্য হিসেবে মানুষ ব্যবহার করতে বেশি পছন্দ করবে। দাম হিসেবে ১৫০০ ডলার একটু বেশি মনে হলেও ফোল্ডিং সেটগুলোর মধ্যে এর প্রতিদ্বন্দ্বী ফোনগুলোর - স্যামসাং ফোল্ড (১৯৬০ ডলার) ও হুয়াওয়ে মেইট এক্স (২৬০০ ডলার) - চেয়ে এর দাম কমই। এপ্রিলে স্যামসাংও তাদের ফোল্ড সেটের আনুষ্ঠানিক বাজারজাতকরণের তারিখ স্থগিত করে, যখন পরীক্ষামূলক ব্যবহারকারীরা জানায় যে ফোনের স্ক্রিন ভেঙে গেছে। স্যামসাংয়ে সমস্যা দেখা যাওয়ার পর হুয়াওয়েও জানায় যে তাদের আরও পরীক্ষা করতে হবে এবং তাদের মেইট এক্সের বাজারে ছাড়ার তারিখ পেছায় তারা। তাই এখন দেখার অপেক্ষা ফোল্ডিং স্মার্টফোন কি নজর কাড়তে পারবে।

সর্বশেষ খবর