১২ ডিসেম্বর, ২০১৬ ২০:৫৩

জাপানের ‘‌কুকুর’‌ নিতে অস্বীকৃতি রাশিয়ার

অনলাইন ডেস্ক

জাপানের ‘‌কুকুর’‌ নিতে অস্বীকৃতি রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কুকুর‌ অনেক পছন্দ। তাইতো তার এই কুকুরপ্রেমের কথা সকলেরই জানা। আর সেই কথা মাথায় রেখেই ২০১২ সালে জাপান সফরে পুতিনকে জাপান সরকার একটি কুকুর উপহার দিয়েছিল।

ডিসেম্বরে ফের রাশিয়ার প্রেসিডেন্ট জাপান সফরে যাচ্ছেন। এবারও তাকে একই প্রজাতির আরও একটি কুকুর দেবে বলে ঠিক করেছিল জাপান সরকার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রাশিয়া। জাপানের ক্যাবিনেট সচিব কোইচি হাগিদা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। নিজের ব্লগে কোইচি লেখেন, "‌এবারে কুকুরটি আরও সুন্দর ছিল। কিন্তু উপহার ফিরিয়ে দেওয়াটা খুব দুর্ভাগ্যজনক।"

আগামী সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সিনিজো আবের সঙ্গে বৈঠকে দু-‌দেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন পুটিন। সেই আলোচনায় রাশিয়া-‌জাপানের মধ্যে বিতর্কিত সীমান্তবর্তী সমস্যা কথা উঠে আসবে বলে মনে করা হচ্ছে।‌‌

 

বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর