১২ ডিসেম্বর, ২০১৬ ২১:৫৫

লুকানো সিন্দুকে পাওয়া গেল ১৬ কোটি টাকা!

অনলাইন ডেস্ক

লুকানো সিন্দুকে পাওয়া গেল ১৬ কোটি টাকা!

ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যে। এই রাজ্যের আয়কর বিভাগের আইনজীবী রোহিত কুমারের কার্যালয় থেকে উদ্ধার হয়েছে এ বিপুল পরিমাণ টাকা। রবিবার রাতে ওই আইনজীবীর বাড়ির পাশের লাগোয়া কার্যালয়ে অভিযান চালায় আয়কর বিভাগ।  

রোহিত কুমার তার কার্যালয়ের দেয়ালে একটি সিন্দুক এমনভাবে লুকিয়ে রেখেছিলেন যে কেউ সাধারণভাবে তাকালে বুঝতেই পারবে না যেএখানে কিছু আছে। কিন্তু ভারতের আয়কর দপ্তরের গোয়েন্দারা ঠিকই খুজে বের করলেন সেই সিন্দুক। আর লুকানো সেই সিন্দুক খুলতেই বেরিয়ে এল ১৩ কোটি ৫৬ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় যা ১৬ কোটিরও বেশি।

আয়কর বিভাগের কর্মকর্তা অসমিত পালিতের বলেন, "টিঅ্যান্ডটি ল ফার্ম নামে ওই আয়কর আইনজীবীর কার্যালয়ে লুকানো সিন্দুক থেকে ১৩ কোটি ৫৬ লাখ রুপি উদ্ধার করা হয়। এই অর্থের অধিকাংশই ছিল পুরোনো এক হাজার টাকার নোট। ঘটনার পর থেকে আইনজীবী রোহিত কুমার পলাতক। তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

 


বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর