ইসরায়েলের সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত এক ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। শুক্রবার গাজা এবং ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সীমান্তে দখলদার-বিরোধী বিক্ষোভের সময় তিনি আহত হন।
ফিলিস্তিনের একটি মেডিকেল সূত্র বলেছে, শনিবার আহমেদ জামাল সুলায়মান আবু লুলি মারা যান। শুক্রবার রাফা শহরে ইসরায়েল-বিরোধী 'গ্রেট মার্চ অব রিটার্ন' করতে গিয়ে তার পিঠের নিচের অংশে গুলি লাগে।
গতকালের বিক্ষোভের সময় সেনাদের গুলিতে একজন প্যারামেডিকসহ আরও দুই ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ মানুষ আহত হন। বিক্ষোভে গাজার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে ইসরায়েল গাজা উপত্যকার ওপর ব্যাপক বিমান হামলা চালায়। তিন ফিলিস্তিনির দাফন অনুষ্ঠানে আজ হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় ফিলিস্তিনিরা ইসরায়েল-বিরোধী স্লোগান দেন।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত