শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন গির্জায় ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের পর ব্যাপক তল্লাশি শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে এবার দেশটির ম্যানার সিটির একটি বাগান থেকে ড্রামভর্তি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
শ্রীলঙ্কার সানডে টাইমস-এর খবর, ওই এলাকার বাসিন্দারা বাগানে বিস্ফোরক ভর্তি ড্রাম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ধ্বংস করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে, রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন গির্জায় ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ২৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৯/মাহবুব