২৯ মার্চ, ২০২০ ১২:১৯

বিশ্বে প্রথম লকডাউন কোথায় হয়েছিল?

অনলাইন ডেস্ক

বিশ্বে প্রথম লকডাউন কোথায় হয়েছিল?

চীনের সীমানা পেরিয়ে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

করোনার আক্রমণে বদলে গেছে মানুষের জীবনযাপন। তৈরি হয়েছে নতুন নতুন বিধি-নিষেধ। কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন- এর মতো অনেক শব্দ জেনেছে বিশ্ববাসী। 

লকডাউনের সহজ অর্থ ‘জরুরি প্রয়োজন ছাড়া সব কিছুই বন্ধ থাকবে।’ ফলে করোনা রোধে দেশে দেশে এখন লকডাউন চলছে। কিন্তু বিশ্বে প্রথম লকডাউন কোথায় হয়েছিল জানেন?

জানা যায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় সেন্টারটি ভেঙে পড়ার পর আমেরিকায় প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল। এই ঘটনায় আনুমানিক ৩ হাজার মানুষ মারা যান। এরমধ্যে ২,৭৫০ জন নিউইয়র্কে, ১৮৪ জন পেন্টাগনে, ৪০ জন পেনসিলভ্যানিয়ায় মারা যান।

এছাড়া উদ্ধারকাজ চালাতে গিয়ে ৪ শতাধিক পুলিশ কর্মকর্তা ও অগ্নিনির্বাপককর্মী প্রাণ হারান। এ হামলার মূলে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর