৬ জুন, ২০২০ ০৯:৪৪

যুক্তরাষ্ট্রে এক মাসে ২৫ লাখ নতুন কর্মসংস্থান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এক মাসে ২৫ লাখ নতুন কর্মসংস্থান

যুক্তরাষ্ট্রে গত মে মাসে ২৫ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। এতে বেকারত্ব প্রায় দেড় শতাংশ কমে গেছে। দেশটিতে কোন এক মাসে কর্মসংস্থান তৈরির নতুন রেকর্ড এটি। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সরকারের নিরলস পরিশ্রমের কারণেই এটি সম্ভব হয়েছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, লকডাউন শিথিল হওয়ায় চাকরি হারানো অনেকেই আগের কর্মস্থলে ফিরে যাওয়ায় বেকারত্ব কমেছে।

৫ জুন দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো জানায়, গত এপ্রিলে প্রায় ২ কোটি ৭ লাখ কর্মসংস্থান বন্ধ হয়ে বেকারত্বের হার ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। মে মাসে তা হয় ১৩ দশমিক ৩ শতাংশ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর