৬ জুন, ২০২০ ১১:৪৩

জর্জ ফ্লয়েড স্মরণে গঠিত তহবিলে জমা পড়ল ১৩ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জর্জ ফ্লয়েড স্মরণে গঠিত তহবিলে জমা পড়ল ১৩ মিলিয়ন ডলার

মৃত্যুর আগে জর্জ ফ্লয়েড বলেছিলেন 'আমি নিঃশ্বাস নিতে পারছি না'

মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে নিহত জর্জ ফ্লয়েড স্মরণে গঠিত তহবিলে জমা পড়েছে ১৩ মিলিয়ন ডলার। ফ্লয়েডের শিশু সন্তানের লেখাপড়া এবং ফ্লয়েডের কফিন মিনিয়াপলিস থেকে নর্থ ক্যারলিনা হয়ে টেক্সাসের হিউস্টনে নেয়ার খরচ সংগ্রহ করার লক্ষ্যে এ তহবিল আহ্বান করা হয়।

‘অফিসিয়াল জর্জ ফ্লয়েড মেমরিয়্যাল ফান্ড’ সংগ্রহের এ আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশের ৫ লক্ষাধিক মানুষ অনুদান প্রদান করেছেন। দেড় মিলিয়ন ডলার সংগ্রহে এ তহবিল আহ্বান করা হয়েছিল।

সংগৃহীত অর্থে জর্জের শেষ কৃত্যানুষ্ঠান এবং তাকে বর্বরোচিত হত্যার দৃশ্য দেখে যারা মানসিকভাবে বিষন্নতায় আক্রান্ত হয়েছেন তাদের কাউন্সেলিং ছাড়াও ফ্লয়েডের শিশু সন্তানদের লেখাপড়ার জন্যে ব্যয় করা হবে।

উল্লেখ্য, এই ফান্ড’র সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ‘বেন ক্রাম্প ল’ ফার্ম। উল্লেখ্য, এই ফার্মের এটর্নি বেন ক্রাম্প হচ্ছেন ফ্লয়েডের পক্ষে আইনগত লড়াই পরিচালনা করছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর