৩ মার্চ, ২০২১ ১৩:০৯

কর্মক্ষেত্রে ফেরত যেতে দূতাবাসকে উদ্যোগী হওয়ার তাগিদ

অনলাইন ডেস্ক

কর্মক্ষেত্রে ফেরত যেতে দূতাবাসকে উদ্যোগী হওয়ার তাগিদ

করোনা মহামারীর কারণে ছুটিতে এসে দেশে আটকা পড়েছিলেন বহু প্রবাসী শ্রমিক। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছুটিতে আসা কাতার প্রবাসী বাংলাদেশিরা। কর্মক্ষেত্রে ফিরে যেতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রবাসী শ্রমিকরা।

২০২০ সালের ২৯ নভেম্বরের আগে দেশে ছুটিতে আসা অধিকাংশ কাতার প্রবাসীরা এখনো ফিরতে পারেননি নিজ কর্মস্থলে। দক্ষ শ্রমিক আটকে পড়ায় কোম্পানি ও দোকানগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট বলে জানান কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদ।

বর্তমানে কাতার থেকে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরে আসার স্বয়ংক্রিয় অনুমতিপত্র থাকলেও শুধুমাত্র ২৯ নভেম্বরের আগে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরে আসার অনুমতি পেতে আরও শর্ত জুড়ে দেওয়ার জন্য জটিলতার সৃষ্টি হয়েছে। 
 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর