প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রেসিডেন্ট প্রার্থীদের নির্বাচনী প্রচার-অভিযান ও সমর্থক মহলে উত্তেজনা। তবে এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেননি ইরানের টানা দুই মেয়াদের ও বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
কারণ ইরানের সংবিধান অনুযায়ী তিনি চাইলেও এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি, সংবিধানে এর অনুমোদন নেই। দেশটির সংবিধান বলছে, একজন প্রেসিডেন্ট চার বছর মেয়াদের জন্যে নির্বাচিত হন। পরপর দুই মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে টানা ৮ বছর ক্ষমতায় থাকতে পারেন। একটানা দুই মেয়াদের বেশি সময়ের জন্যে এই পদে থাকার অধিকার সংবিধানে নেই।
তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর অন্তত এক মেয়াদ নির্বাচনের বাইরে থেকে পরবর্তীতে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই। উল্লেখ্য, আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ৭ জন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক