উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ঘরোয়া রাজনীতিতে পুনর্গঠনের লক্ষ্যে নেতা কিম জং উনের অধীনে ‘সেকেন্ড ইন কমান্ড’ এর একটি নতুন পদ সৃষ্টির জন্য বিধি সংশোধন করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা এ তথ্য জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, কিম জং-উনের সেকেন্ড ইন কমান্ড পদের নামকরণ করা হয়েছে ‘ফার্স্ট সেক্রেটারি’।
এই পদে আসীন ব্যক্তি কিমের পক্ষ থেকে বিভিন্ন বৈঠকে সভাপতিত্ব করবেন। কিম জং-উন নিজেও ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘ফার্স্ট সেক্রেটারি’ পদবি ব্যবহার করেছিলেন।
গত জানুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র সম্মেলনে নেতা কিম জং-উন দলের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কিমের আগে সবশেষ তার বাবা ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ছিলেন। এই পদে আসীন হয়ে কিম জং উন তার ক্ষমতা আরও সুদৃঢ় করেছেন।
ইয়োনহাপ জানায়, বাবার সামরিক বাহিনী কেন্দ্রিক প্রশাসনের তুলনায় কিম জং-উন সরকারে তার রাজনৈতিক দলের আরও বড় ভূমিকা চান।
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টিতে যে সাতটি ‘সেক্রেটারি’ বা মহাসচিব পদ আছে, নতুন পদটি তার মধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন।
দলের পলিটব্যুরোর প্রেসিডিয়াম সদস্য জো ইয়ং ওনকে ‘ফার্স্ট সেক্রেটারি’ পদটি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, তিনি কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচিত।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ