রাশিয়ার জেলবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি এবার সোভিয়েত গুলাগ-এর আধুনিক সংস্করণ রুশ কারাগারগুলোতে চলা অকথ্য নির্যাতনের কথা প্রকাশ্যে আনলেন। জানা গেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে পরিচিত নাভালনি গতকাল সোমবার আদালতের দ্বারস্থ হন।
তিনি জেল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সামনে নিজের বক্তব্য পেশ করেন। কারাগারে রোজ রাতে চলা নির্যাতনের কথা তুলে ধরেন নাভালনি। তার কথায়, প্রতি রাতে ওরা আমার কামরায় প্রবেশ করে তল্লাশি চালায়, আমাকে ঘুমোতে দেওয়া হয় না। ঘণ্টায় ঘণ্টায় তল্লাশির নামে আমার উপর নির্যাতন চালানো হচ্ছে। রাত হলেই আমি আতঙ্কিত হয়ে পড়ি। এসন কেন হচ্ছে।
কারাগারে রাতের বিভীষিকার ইঙ্গিত দিয়ে নাভালনির প্রশ্ন, আমি কী দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেছি? আমি কি জেল থেকে পালানোর জন্য কোনও সুড়ঙ্গ খুঁড়ছি? নাকি আমি বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছি? তাহলে আমার সঙ্গে এমন ব্যবহার কেন করা হচ্ছে। এমনটা চলতে থাকলে মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই পাগল হয়ে যাবে।
উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৭ তারিখ সুস্থ হয়ে বার্লিন থেকে মস্কো ফিরতেই গ্রেফতার করা হয় নাভালনিকে। গত বছর তাকে বিমানে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের জন্য তিনি পুতিনকে দায়ী করেছিলেন। ক্রেমলিন এমন দাবিকে পত্রপাঠ উড়িয়ে দিয়েছিল। পরে গ্রেফতারির ভয়কে অগ্রাহ্য করেই তিনি মস্কোতে ফিরে আসেন। এরপরই তাকে জেলবন্দি করা হয়।
সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক