ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত ১০ গুণ ভয়াবহ হবে। গাজা যুদ্ধের সময়ের চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
এক সংবাদ সম্মেলনে বেনি গান্তজ আরও বলেছেন, আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে, আমাদের যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম না থাকত তাহলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় শত শত ইসরায়েলি নিহত হত।
তিনি বলেন, ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ কারণে ইসরায়েলকে বাইরের শক্তির বিরুদ্ধে দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করতে হবে।
দখলদার ইসরায়েল বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। সরকার গঠন নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল