৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:১৫

‌‘চলতি বছরই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ, হবেন প্রধানমন্ত্রী’

অনলাইন ডেস্ক

‌‘চলতি বছরই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ, হবেন প্রধানমন্ত্রী’

নওয়াজ শরীফ। ফাইল ছবি

পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা জাভেদ লতিফ বলেছেন, ‘দলীয় প্রধান নওয়াজ শরীফ চলতি বছরই পাকিস্তানে ফিরে আসবেন এবং চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন।’

আজ বৃহস্পতিবার লাহোরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘পাকিস্তানিদের এই সংকটে নওয়াজ শরীফ বিদেশে থাকতে পারেন না। দেশকে নেতৃত্ব দিতে তিনি আসছেন। যদিও তার চিকিৎসা শেষ হয়নি, তবুও তিনি অবশ্যই আসছেন।’

২০১৮ সালের এপ্রিলে মেয়েকে নিয়ে দেশ ছাড়েন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে ফেরার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছাড়েন তিনি।  

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর তিনি পদত্যাগ করেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিনবারই তিনি মেয়াদ শেষ হবার আগেই ক্ষমতা হারান - প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেন, দ্বিতীয়বার সেনাবাহিনী তাকে হটিয়ে দেয়, তৃতীয়বার আদালতের নির্দেশে।

 

সূত্র : ডন

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর