অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের আত্মসমর্পণে সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। মঙ্গলবার দুপুর ২টায় বেঁধে দেওয়া সেই সময় শেষ হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রুশ সেনাদের আল্টিমেটাম শেষ হলেও ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করেনি। রাশিয়া এখন পর্যন্ত মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়নি।
এর আগে মঙ্গলবার সকালে জারি করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী আজভস্তাল স্পাত কারখানা থেকে ইউক্রেনীয় সেনা এবং বেসামরিক নাগরিকদের স্বেচ্ছায় অস্ত্রত্যাগ ও চলে যেতে মানবিক করিডোর খুলছে।তবে মস্কোর সময় দুপুর ২টা পর্যন্ত ওই করিডোর দিয়ে কেউ বের হয়নি।
মারিউপোলে আজভস্তাল স্পাত কারখানা ইউক্রেন সেনাদের শেষ ঘাঁটি। কিয়েভ বলছে, সেখানে শত শত বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে। কিন্তু রুশ বাহিনী সেখানে বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করছে।
ইউক্রেনের প্রধান আলোচক মিখাইলো পদোলিয়াক বিশ্ব নেতাদের সমালোচনা করে বলেছেন, ‘তাদের হাতে রক্ত’। অনলাইনে তারা (বিশ্ব নেতারা) শিশুদের মৃত্যু দেখেও নিরব রয়েছেন।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল