রুশ রাষ্ট্রদূতের ওপর রং নিক্ষেপের ঘটনায় পোলান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভান পোলান্ডের রাষ্ট্রদূত কিরজিসতফ ক্রা্রজিউস্কির সঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন।
এর আগে মঙ্গলবার ইউক্রেনে যুদ্ধবিরোধী পোলিশ নাগরিকরা ওয়ারশ শহরে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রং নিক্ষেপ করে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া পোলিশ রাষ্ট্রদূতকে তলব করে।এ বিষয়ে পোলান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বলেন, এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দুশ্চিন্তাযুক্ত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোয় নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে তলব করেছে।
পোলিশ কর্তৃপক্ষ তাদের দেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সেনাদের সমাধিস্তম্ভে অংশ নেওয়ার বিষয়ে সতর্ক করেছিল বলেও জানান তিনি।
তবে এই ইস্যুতে রাশিয়া পোলান্ডে দূতাবাস বন্ধ করবে না বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল