১৫ মে, ২০২২ ২১:০৮

ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত জানানোর সময় যেমন ছিলেন পুতিন

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত জানানোর সময় যেমন ছিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

গত কয়েক সপ্তাহ যাবত ফিনল্যান্ডে প্রধান আলোচনার বিষয় তাদের পশ্চিমা সামরিক জোটে যোগদান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্যপদ নেওয়ার সিদ্ধান্ত প্রতিবেশী রাশিয়াকে জানিয়েছে হেলসিঙ্কি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন স্ক্যান্ডিনেভিয়ান দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। 

ফিনিশ এই প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ন্যাটোতে যোগদানের কথা জানানোর সময় তিনি (পুতিন) শান্ত এবং স্থির ছিলেন। পুতিনের এমন প্রতিক্রিয়ায় তিনি অবাক হয়েছেন বলেও জানান।

ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রমাণ করে—তারা প্রতিবেশী স্বাধীন দেশেও আক্রমণ করতে পারে।

তবে রাশিয়া এখন কিংবা ভবিষ্যতে ফিনল্যান্ডে আক্রমণ করবে এটা তিনি বিশ্বাস করেন না মন্তব্য করে বলেন, ইউরোপ এবং বিশ্বের খণ্ডিত রাজনৈতিক বাস্তবতার কারণে জোট নিরপেক্ষ থাকার সুযোগ কম।  

সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর