১৬ মে, ২০২২ ০৮:৩৫

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটো যোগে আপত্তির পেছনে তুরস্কের যে উদ্দেশ্য: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটো যোগে আপত্তির পেছনে তুরস্কের যে উদ্দেশ্য: রিপোর্ট

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ (বামে) ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর ছবির উপর আল-জাজিরার শিরোনামের স্ক্রিনশট

রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে আপত্তি করলেও এটি বিরোধিতা নয় বলে জানিয়েছে  ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

তাদের দাবি, তুরস্ক পশ্চিমা সামরিক জোটে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদে বাধা দেবে না, বরং কিছু দাবির কথা জানিয়েছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বার্লিনে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তুরস্ক দাবি তুলে বলেছে, দুই নর্ডিক দেশকে (ফিনল্যান্ড-সুইডেন) তাদের ভূখণ্ডে উপস্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ করতে হবে এবং তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, তিনি আত্মবিশ্বাসী ‘তুরস্ক যে উদ্বেগ প্রকাশ করেছে তা এমনভাবে সমাধান করা হবে যাতে তাদের সদস্যপদ বিলম্বিত না হয়।’ সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর