শিরোনাম
১৬ মে, ২০২২ ০৮:৫১

ইউক্রেনে এক-তৃতীয়াংশ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

অনলাইন ডেস্ক

ইউক্রেনে এক-তৃতীয়াংশ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

সড়কে রুশ সেনাদের একটি বহর

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়া যত সেনা পাঠিয়েছিল, তাদের প্রায় এক-তৃতীয়াংশ হতাহত হয়েছে বা আটক হয়েছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দারা রোববার এক প্রতিবেদনে এমন দাবি করেছে। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দোনবাস অঞ্চলেও রুশ সেনারা তাদের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে পারছেন না।

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, প্রাথমিকভাবে স্বল্প পর্যায়ে অগ্রগতি সত্ত্বেও রাশিয়া গত মাসে আঞ্চলিকভাবে যথেষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অথচ যুদ্ধে তাদের উচ্চমাত্রায় ক্ষয়ক্ষতি অব্যাহত আছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যত পদাতিক সেনা নিয়ে রাশিয়া যুদ্ধ শুরু করেছিল, সম্ভবত তাদের এক-তৃতীয়াংশই তারা হারিয়েছে। আগামী ৩০ দিনে রাশিয়া যুদ্ধে নাটকীয় কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না বলেও পূর্বাভাস তাদের। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর