১৮ মে, ২০২২ ১৮:৩৫

ইউক্রেনীয় সেনাদের সরানো নিয়ে জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার যে অভিযোগ

অনলাইন ডেস্ক

ইউক্রেনীয় সেনাদের সরানো নিয়ে জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার যে অভিযোগ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা

মারিউপোল থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ‘প্রোপাগান্ডা এবং মিথ্যা’ বলছেন বলে অভিযোগ রাশিয়ার। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন,  আজভস্তাল থেকে সেনাদের সরাতে ইউক্রেন উদ্যোগ নিয়েছে এটা মিথ্যা। 

মস্কোর দাবি, ‘আজভস্তালে প্রায় ১ হাজার ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।’ আত্মসমর্পণকারী সেনাদের পরে রুশ নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়া হয়। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, মারিউপোলের আজভস্তাল থেকে ইউক্রেনীয় সেনাদের সরানোর পেছনে রাশিয়ার অবদান, ইউক্রেনের নয়। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বিশেষজ্ঞদের কাছ থেকে ইউক্রেন মিথ্যা বলা শিখেছে মন্তব্য করে তিনি বলেন, পরবর্তী কর্পোরেট ইভেন্টের জন্য তারা নতুন সিরিজ লিখছে। সূত্র: বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর