৮ আগস্ট, ২০২২ ০২:১৯

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৩, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কবে?

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৩, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কবে?

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় গেল তিন দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এর মাঝেই জানা গেছে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বিবদমান দুই পক্ষ।

প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১১টা থেকেই কার্যকর হচ্ছে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি। এই সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করেছে মিশর।

যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোন ঘোষণা আসেনি। 

ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ,  গাজার বিভিন্ন জায়গা থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পিআইজের এক জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করার পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিআইজের লক্ষ্যবস্তুতে হামলা চালালেও গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্রগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। হামাসও ইসরায়েলি হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি।


সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর