চলতি সপ্তাহে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সাকি বিমানঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ও পরবর্তী ব্যাপক অগ্নিকাণ্ডে অন্তত আটটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাজ্য বলছে, এই ঘটনায় কৃষ্ণসাগরে রাশিয়ার বিমান বহরে শক্তি কমবে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত বুলেটিনের অংশ হিসেবে শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে এই অঞ্চলে রাশিয়ার শক্তি সামর্থ্য উল্লেখযোগ্য অংশে কমবে। রাশিয়া সাকি বিমানঘাঁটি ইউক্রেনে অভিযানের কাজে ব্যবহার করত।
তবে বিস্ফোরণের পরও বিমানঘাঁটি চালু রয়েছে উল্লেখ করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, ঘাঁটির চারপাশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া জানিয়েছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছেন ৫ জন। কোনো হামলা হয়েছে তথ্য নাকচ করে রাশিয়া বলেছে, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল