২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪০

আদানিকে নিয়ে আলোচনার দাবি, মুলতুবি ভারতের লোকসভা-রাজ্যসভার অধিবেশন

অনলাইন ডেস্ক

আদানিকে নিয়ে আলোচনার দাবি, মুলতুবি ভারতের লোকসভা-রাজ্যসভার অধিবেশন

ধনকুবের গৌতম আদানিকে নিয়ে আলোচনা চেয়েছিলেন ভারতের বিরোধীরা। সেই দাবি নিয়ে সংসদের দুই কক্ষে হট্টগোল শুরু হতেই ২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয় ভারতের লোকসভা এবং রাজ্যসভার বাজেট অধিবেশন।

বৃহস্পতিবার সকালে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদের বিরোধীদের কক্ষে একজোট হয়েছিল সমমনা বিরোধী দল। তাদের আলোচনার বিষয় ছিল, আদানের বিরুদ্ধে ওঠা আমেরিকার সংস্থার অভিযোগ নিয়ে সংসদের বাজেট অধিবেশনে আলোচনা করতে হবে। বৃহস্পতিবার সংসদের দুই কক্ষেই এই দাবি তোলার সিদ্ধান্ত নেন বিরোধীরা।

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে হয় বৈঠক। তাতে যোগ দিয়েছিল, তৃণমূল, কংগ্রেস, আপ, ডিএমকে, শিবসেনা, সমাজবাদী পার্টি, এনসিপি, কেরালা কংগ্রেস, জেডিইউ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-সহ বামদলগুলিও। সেই বৈঠকেই আদানিকে নিয়ে লোকসভায় বিশদ আলোচনার ব্যাপারে সহমত হন বিরোধীরা। সংসদের অধিবেশন শুরু হতেই সেই দাবিতে সরব হন বিরোধীরা। এর পরই আদানিকাণ্ড নিয়ে হইচই শুরু হয় লোকসভা এবং রাজ্যসভায়। তার কিছু ক্ষণের মধ্যেই বাজেট অধিবেশন মুলতবি হয়ে যায় বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর