শিরোনাম
২ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:২৫

আমরা ট্যাংক পাঠাব না তবে জবাব থাকবে, হুমকি পুতিনের

অনলাইন ডেস্ক

আমরা ট্যাংক পাঠাব না তবে জবাব থাকবে, হুমকি পুতিনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রুশ সেনাদের সম্মানে দাঁড়ান প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা জার্মানির তৈরি লেপার্ড ফাইটার ট্যাংক দিয়ে রাশিয়াকে ‘আবারও’ হুমকি দিচ্ছে।

সিএনএনের খবর অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনগ্রাদের চূড়ান্ত যুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ-পশ্চিম রাশিয়ান শহর ভলগোগ্রাদে এক অনুষ্ঠানে পুতিন এই কথা বলেন।

প্রসঙ্গত, গতমাসে (জানুয়ারি) ফ্রান্সে নিযুক্ত কিয়েভের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো বলেছিলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে ৩০০টি ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে।

এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট বলেন, যারা জার্মানিসহ ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার সাথে একটি নতুন যুদ্ধে টেনে আনছে। বিশেষত দায়িত্বহীনভাবে তারা সংঘাত অপরিহার্য করে তুলছে। তারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার প্রত্যাশা করে। কিন্তু তারা বুঝতে পারে না যে, রাশিয়ার সাথে একটি আধুনিক যুদ্ধ হবে তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন। আমরা তাদের সীমান্তে আমাদের ট্যাংক পাঠাব না, তবে আমাদের জবাব দেওয়ার কিছু আছে এবং সেটা সাঁজোয়া যান ব্যবহার করে শেষ হবে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর