১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:১১

ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের জন্য মার্কিন সিনেটে ৯৫.৩ বিলিয়ন ডলারের

অনলাইন ডেস্ক

ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের জন্য মার্কিন সিনেটে ৯৫.৩ বিলিয়ন ডলারের

ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের জন্য মার্কিন সিনেটে ৯৫.৩ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাস হয়েছে।

খবরে বলা হয়েছে, কয়েক মাসের কঠিন আলোচনার পর এবং বিদেশে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রিপাবলিকান পার্টির ক্রমবর্ধমান রাজনৈতিক বিভাজনের মধ্যে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য এই ৯৫.৩ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাস করলো মার্কিন সিনেট।

ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের বিরোধিতা করা রিপাবলিকানদের একটি ছোট দল রাতভর সিনেট ফ্লোর ধরে রাখার পর এই ভোট অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তি দেওয়া হয়, বিদেশে আরও অর্থ পাঠানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের সমস্যার দিকে মনোনিবেশ করা উচিত।

তবে এক ডজনেরও বেশি রিপাবলিকান এবং প্রায় সমস্ত ডেমোক্র্যাট প্যাকেজটি ৭০-২৯ ভোটে পাস করে।

সমর্থকরা যুক্তি দিয়েছেন, ইউক্রেনকে পরিত্যাগ করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহসী করতে পারে এবং বিশ্বজুড়ে জাতীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর