৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩০

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় সাতজন নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় সাতজন নিহত

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার কেন্দ্রীয় এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। নিহতদের মধ্যে তিনজন সাধারণ নাগরিক, যার মধ্যে একজন পিতা-পুত্রও আছেন। বাকি চারজন সৈন্য, যাদের পরিচয় এখনো জানা যায়নি।

ব্রিটেনে অবস্থিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রবিবার রাতের দিকে মাসইয়াফ অঞ্চলে এই হামলা চালানো হয়। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সেখানে আক্রমণ চালিয়ে আসছে, বিশেষত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর।

এদিকে, পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের পর সেখানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কয়েকদিন আগে তুলকারেমে দশদিনব্যাপী অবরোধ শেষ করার পর ইসরায়েলি বাহিনী এই অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয় এবং শরণার্থী শিবিরের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী আল-আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, তাদের সদস্যরা বলাতা শরণার্থী শিবিরে হামলাকারী ইসরায়েলি সৈন্যদের উপর ব্যাপক গুলিবর্ষণ করে এবং তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর