'সালভেটর মুন্ডি' চিত্রকর্মটি ইতালির বিখ্যাত চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা। এমনটাই জানেন সবাই। ২০১৭ সালে ভিঞ্চির এই চিত্রকর্মটি ৪৫ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এটিকে ইতিহাসের সবচেয়ে মূল্যবান শিল্পকর্মও হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে।
তবে এবার এক চাঞ্চল্যকর দাবি করেছেন এক গবেষক। তিনি চিত্রকর্মটি প্রকৃতপক্ষে ভিঞ্চির আঁকা কি-না তা নিয়েই প্রশ্ন তুলেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ও ভিঞ্চি বিষয়ক স্কলার ম্যাথিউ ল্যান্ড্রাস দাবি করেছেন, এটি ভিঞ্চির অবদান মাত্র ২০ ভাগ!
গণমাধ্যমকে ল্যান্ড্রাস বলেছেন, ওয়ার্কশপের শিষ্যের সাহায্যে লিওনার্দো ভিঞ্চি সালভেটর মুন্ডি চিত্রকর্মটি আঁকেন। এক্ষেত্রে বার্নার্ডিনো লুইনির অবদান এই চিত্রকর্মে বিশেষভাবে লক্ষণীয়।
লুইনি ১৪০০-এর দশকের শেষের দিকের উত্তর ইতালীর একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি ভিঞ্চির স্টুডিওতে শিষ্য ছিলেন এবং নিজস্ব ভঙ্গিতে ছবি আঁকতেন।
ল্যান্ডরাস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, লুইনি 'সালভেটর মুন্ডি' চিত্রকর্মটি আঁকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে তার আঁকার যে শৈলী, সেটির নিদর্শন শিল্পকর্মটিতে চোখে পড়ে। সালভেটর মুন্ডি মানে 'বিশ্বের ত্রাণকর্তা'। প্রায় ৫০০ বছর আগে এই চিত্রকর্ম আঁকা হয়েছিল।
১৯৫৮ সালে লন্ডনে মাত্র ৪৫ পাউন্ডে বিক্রি হয়েছিল এই চিত্রকর্ম। তখন অবশ্য ভাবা হতো, এটি দ্য ভিঞ্চির নয়, তারই কোনো শিষ্যের আঁকা।তবে ল্যান্ড্রাস অবশ্য মনে করেন যে, চিত্রকর্মটি ভিঞ্চির হাতের শেষ ছোঁয়াতেই শেষ হয়েছিল। সেক্ষেত্রে তার অবদানকেও স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/নাজমুল