ভারতে আক্রমণ চালানোর র দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের সমুচিত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তবে তিনি এই ঘটনায় একবারও পাকিস্তানের নাম উল্লেখ করেননি।
রাজনাথ সিংহ দিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে (নরেন্দ্র মোদি) খুব ভাল করে জানেন। তার কাজের ধরন এবং দায়বদ্ধতার সম্পর্কেও আপনারা অবহিত। তাই আপনাদের আশ্বস্ত করে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আপনারা যা চান, তা-ই হবে।
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনার পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন রাজনাথ। বলেছেন, জওয়ানদের পাশে দাঁড়ানো এবং যারা আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে, তাদের সমুচিত জবাব দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।
তবে নিজের বক্তব্যে কোথাও পেহেলগাম কিংবা পাকিস্তানের নাম নেননি রাজনাথ। তবে নাম না-করে তিনি যে পাকিস্তানের দিকেই ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট।
মোদির সরকারের আমলেই পাকিস্তানের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘এয়ার স্ট্রাইক’ চালিয়েছিল ভারত। কিন্তু পেহেলগাম কাণ্ডে পাকিস্তানের সংযোগ আছে দাবি করা মোদি প্রশাসন এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।
বিডি প্রতিদিন/নাজমুল