তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতে কিছুক্ষণের জন্য ভবনগুলোকে কেঁপে ওঠে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৫ মে) এই ভূমিকম্পের পর দ্বীপের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া প্রশাসন জানিয়েছে, প্রায় ৩০ কিলোমিটার সমুদ্র উপকূলে অবস্থিত এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬.৬ কিলোমিটার।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ২০ মিনিটের মধ্যে পাঁচটি ছোট ভূমিকম্প অনুভূত হয়।
জানা যায়, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এর আগে ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেও বেশি মানুষ নিহত হয়েছিল।
বিডি প্রতিদিন/জামশেদ