ইরান আবারও যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে। তেহরান জানিয়েছে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে, আর কোনটা থাকবে বাইরে। দেশটি বলেছে, তেহরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের আইনি অধিকার রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের অবস্থান এবং যে নীতিগত কাঠামোর অধীনে আমরা [মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে] আলোচনায় প্রবেশ করেছি তা অপরিবর্তনীয়।
তার ভাষায়, যা স্পষ্ট তা হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে ইরানের নীতিগত অবস্থান একটি আইনি অধিকার। কেউ কেবল তার বাধ্যবাধকতা মেনে নেওয়ার জন্য কোনও চুক্তির পক্ষ হতে পারে না। বাঘাইর মতে, ইরানকেও চুক্তির সুবিধাও পেতে হবে।
তিনি ইরানের পারমাণবিক শক্তি সম্পর্কে কিছু ভ্রান্ত যুক্তি প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, যার কোনও বৈজ্ঞানিক বা বাস্তব ভিত্তি নেই। পারমাণবিক অ-বিস্তার চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার সংরক্ষণ করে।
ওমানের মধ্যস্থতায়, ইরান ও আমেরিকা ১২, ১৯ এবং ২৬ এপ্রিল ওমানের রাজধানী মাস্কাট এবং ইতালির রাজধানী রোমে তিন দফা আলোচনা করেছে। যার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
উভয় পক্ষই এখন পর্যন্ত আলোচনার অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। আলোচনাকে ইতিবাচক এবং এগিয়ে যাওয়ার প্রশংসা করেছে।
চতুর্থ দফার আলোচনা ৩ মে মাস্কাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির উদ্ধৃতি অনুসারে লজিস্টিক এবং কারিগরি কারণে তা স্থগিত করা হয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল