কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনায় স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে ব্রিটেনকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার পাকিস্তানে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার জেন ম্যারিয়ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বাসভবনে তার সঙ্গে সাক্ষাত করতে গেল এ আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে ব্রিটেনের হাইকমিশনারের সঙ্গে পেহেলগাঁওয়ের ঘটনা পরবর্তী দক্ষিণ এশিয়ায় বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শেহবাজ। কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর দায় চাপানোর চেষ্টা কঠিনভাবে প্রত্যাখ্যান করেন তিনি। পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের কথা পুনর্ব্যক্ত করেন পাকিস্তান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে এক নেপালি পর্যটকসহ মোট ২৬ জন নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। ওই হামলার পর কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। পাকিস্তান তাদের এই দাবি প্রত্যাখ্যান করলেও ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, সিন্ধু নদীর পানি আটকে দিলে তা যুদ্ধের উসকানি হিসেবে বিবেচনা করবে তারা। সূত্র: পাকিস্তান অবজারভার, আরাই নিউজ
বিডি প্রতিদিন/একেএ