জম্মু ও কাশ্মীরের সব কারাগারে নিরাপত্তা জোরদার করেছে ভারত। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ডিজি। তার পরেই কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে নানা সূত্রের বরাতে জানানো হয়েছে, কাশ্মীরের একাধিক কারাগারে ‘সন্ত্রাসী’ হামলার সম্ভাবনা রয়েছে। শ্রীনগর সেন্ট্রাল জেল, জম্মুর কোট বালওয়াল জেলে অনেক সন্দেহভাজন হামলাকারী বা তাদের সহায়তাকারী বন্দি আছে। যারা কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষিতে ‘ওজনদার’। এমনিতেই তাদের জন্য কারাগারে বাড়তি নিরাপত্তা থাকে। অনেকের মতে, কারাগারে কোনও হামলা হলে তার অন্যতম প্রধান উদ্দেশ্য হতে পারে এসব ব্যক্তিদের মুক্ত করা। ফলে শ্রীনগর এবং জম্মুর জেলগুলি হামলার নিশানা হতে পারে। তাই আগেভাগে তৈরি হচ্ছেন কর্তৃপক্ষ।
পেহেলগামে হামলার ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেই তদন্তের সূত্রে কিছুদিন আগে এনআইএ-র কর্মকর্তারা জেলে গিয়ে দু’জন কয়েদিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। নিসর এবং মুস্তাক নামের ওই দু’জন ২০২৩ সালের এপ্রিল থেকে জেলে আছেন। রাজৌরিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত তারা। পেহেলগামের ঘটনার সঙ্গেও তাদের যোগ ছিল বলে অনুমান তদন্তকারীদের। অভিযোগ, এ হামলার বিষয়ে আগে থেকে মুস্তাকদের কাছে খবর ছিল। সেই সূত্রে তাদের জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।
জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলের নিরাপত্তার দায়িত্বে আগে ছিল সিআরপিএফ। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এই দায়িত্ব পায় সিআইএসএফ। রবিবার সিআইএসএফের ডিজি শ্রীনগরে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন। তবে কেন জেলে জেলে নিরাপত্তা বৃদ্ধি করা হল, প্রকাশ্যে তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।
বিডি প্রতিদিন/নাজমুল