প্যারিসের ল্যুভর জাদুঘরে প্রায় ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের গয়না চুরির ঘটনায় আরও দুইজন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে শনিবার ফরাসি প্রসিকিউটর জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
৩৮ বছর বয়সী এক নারী ও ৩৭ বছর বয়সী এক পুরুষকে বুধবার গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রসিকিউটর লর বেকু জানিয়েছেন, ওই নারী প্যারিসের উপশহর লা কুরনভে বসবাস করেন। তাকে আটক রাখার কারণ হিসেবে আদালত উল্লেখ করেছে- সহযোগিতার আশঙ্কা ও জনশৃঙ্খলা বিঘ্নের ঝুঁকি।
অন্যদিকে, পুরুষ অভিযুক্তটি পূর্বে চুরির মামলায় বিচার বিভাগের কাছে পরিচিত ছিল। তাকে প্রাথমিকভাবে সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে আটক রাখা হয়েছে।
দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
গত মাসে চোরেরা দিবালোকে ল্যুভর জাদুঘরে প্রবেশ করে মাত্র সাত মিনিটে প্রায় ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের রাজকীয় গয়না লুট করে পালিয়ে যায়। তারা পাওয়ার টুল ব্যবহার করে জানালা ভেঙে মূল্যবান গয়না নিয়ে উধাও হয়।
পুলিশ জানায়, ডাকাতরা একটি স্কুটারে করে আসে, পরে তারা জাদুঘরের পণ্যবাহী লিফট ব্যবহার করে গয়নার কক্ষে প্রবেশ করে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল হেলমেট ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
এর আগে আরও দুইজন পুরুষকে গ্রেফতার করে চুরি ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। তারা আংশিকভাবে অপরাধ স্বীকার করেছে বলে প্রসিকিউটর জানিয়েছেন।
একজন ৩৪ বছর বয়সী আলজেরিয়ান নাগরিক, যার ডিএনএ স্কুটারের ওপর পাওয়া গিয়েছিল। অন্যজন ৩৯ বছর বয়সী এক অননুমোদিত ট্যাক্সিচালক। দুজনই প্যারিসের উত্তর-পূর্বের অবারভিলিয়ে অঞ্চলের বাসিন্দা।
প্রথম জনকে গ্রেফতার করা হয়েছিল যখন তিনি আলজেরিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ছিলেন। দ্বিতীয় জনকে তার বাসার কাছ থেকে ধরা হয়।
এখনও পর্যন্ত লুট করা গয়না উদ্ধার করা যায়নি। চোরেরা পালানোর সময় সম্রাজ্ঞী ইউজেনির হীরক ও পান্না খচিত মুকুটটি ফেলে যায়।
তারা আটটি গয়নার সেট নিয়ে যায়, যার মধ্যে রয়েছে নেপোলিয়ন প্রথমের স্ত্রী এমপ্রেস মেরি-লুইজের পান্না-হীরা খচিত নেকলেস ও ইউজেনির প্রায় ২,০০০ হীরা বসানো ডায়াডেম।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ বলেছেন,'আমি আত্মবিশ্বাসী যে আমরা এই মূল্যবান গয়নাগুলো উদ্ধার করতে পারব।'
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/মুসা