যুক্তরাজ্যের রাজধানী ওয়াশিংটনে সফরে যাচ্ছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
শনিবার এ তথ্য জানিয়েছেন সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে সিরিয়ার কোনও রাষ্ট্রপ্রধানের প্রথম আনুষ্ঠানিক সফর। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, এ সফরটি আগামী ১০ নভেম্বরের দিকে হতে পারে।
মানামা ডায়ালগে টম ব্যারাক সাংবাদিকদের জানান, এই সফরের সময় সিরিয়া মার্কিন নেতৃত্বাধীন ইসলামিক স্টেটবিরোধী জোটে যোগ দেবে বলে আশা করা যাচ্ছে। সিরিয়ার একটি সূত্র বলেছে, সফরটি আগামী দুই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐতিহাসিক বিদেশি নেতা সফরের তালিকা অনুযায়ী, এর আগে কোনও সিরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটনে আনুষ্ঠানিক সফর করেননি। এর আগে আহমেদ আল শারা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে নিউ ইয়র্কে ভাষণ দেন। গত বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় আসেন আহমেদ আল শারা।
এরপর তিনি একাধিক দেশ সফর করেছেন। কারণ তার সরকার বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়। এ সরকারগুলো আসাদ সরকারের সময় দমেস্কাসকে এড়িয়ে চলছিল।
টম ব্যারাক জানিয়েছেন, ওয়াশিংটনের লক্ষ্য সিরিয়াকে ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটবিরোধী জোটে যোগ দিতে রাজি করানো। ইসলামিক স্টেট একটি সন্ত্রাসী সংগঠন। তারা সিরিয়ার তৃতীয়াংশ এবং ইরাকের কিছু অংশ নিয়ন্ত্রণ করছিল। আহমেদ আল শারা আগে আল-কায়েদার সিরিয়ার শাখার নেতৃত্ব দিয়েছিলেন। তবে এক দশক আগে তার বিদ্রোহী দল মূল জালিক গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামিক স্টেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট এবং স্থানীয় অংশীদাররা সিরিয়ার শেষ ইসলামিক স্টেট কেল্লা দখল মুক্ত করে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ