ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, পশ্চিম তীরের কোনো অংশ ইসরায়েল সংযুক্ত করার পরিকল্পনা করলে সেটি হবে রেডলাইন। ইউরোপ এটার কড়া জবাব দেবে।
মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর এ সতর্কবার্তা দেন ম্যাক্রোঁন। হামাস–ইসরায়েল যুদ্ধের দুই বছর পর এবং এক মাস আগে হওয়া যুদ্ধবিরতির পর এটি ছিল আব্বাসের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর।
ম্যাক্রোঁন বলেন, পশ্চিম তীরের ওপর ইসরায়েলের দখল ও বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি জানান, ফ্রান্স ও ইউরোপীয় অংশীদাররা এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেবে।
বৈঠকে উভয় নেতা ‘প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সংবিধান প্রণয়ন’ বিষয়ে একটি যৌথ কমিটি গঠনের ঘোষণা দেন। আব্বাস জানান, যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সংবিধান খসড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে।
২০২৩ সালের অক্টোবরের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল