এবার ফ্রান্সের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার মার্কিন সম্প্রচারক ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি ফ্রান্সের ওপর ক্ষোভ ঝেড়ে বলেছেন, “ফরাসিদের সাথে আমাদের অনেক সমস্যা রয়েছে।”
ফক্স নিউজের উপস্থাপিকা লরা ইনগ্রাহাম মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করে বলেন, “তারা ফরাসি নয়, তারা চীনা। তারা আমাদের উপর গুপ্তচরবৃত্তি করে। তারা আমাদের বৌদ্ধিক সম্পত্তি চুরি করে।”
কিন্তু ট্রাম্প তার কথার মাঝে বলে ওঠেন, “আপনি কি মনে করেন ফরাসিরা আসলেই ভালো? আমি আপনাকে বলব, আমি নিশ্চিত নই।”
বেইজিংয়ের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া ট্রাম্পের সাথে তার ফরাসি প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁর টক-মিষ্টি সম্পর্ক রয়েছে। সেপ্টেম্বরে ম্যাক্রোঁ যখন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তখন মার্কিন নেতাকে সরাসরি ফোন করে জানান, ট্রাম্পের গাড়িবহরের কারণে পুলিশ তাকে রাস্তায় আটকে রেখেছে। অবশ্য শেষ পর্যন্ত মার্কিন পুলিশ ম্যাক্রোঁর জন্য রাস্তা ছেড়ে দেয়নি। ট্রাম্প ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং জলবায়ু নীতির বিরোধিতা করেছেন।
ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ফরাসিদের সাথে আমাদের অনেক সমস্যা হয়েছে যেখানে আমাদের প্রযুক্তির উপর অন্যায্যভাবে কর আরোপ করা হয়।”
ট্রাম্প এর আগে জানিয়েছেন, তিনি ‘বৈষম্যমূলক’ ডিজিটাল কর চালুকারী দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। সূত্র: সিএনএন, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/একেএ