যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি প্রতিভাবান ব্যক্তিদের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান এই নেতার মতে, আমেরিকানদের ব্যাপক প্রশিক্ষণ ছাড়া প্রতিরক্ষার মতো সংবেদনশীল খাতে নিয়োগ দেওয়া যাবে না। এই ধরনের ভূমিকা পালনের জন্য দক্ষ বিদেশি নাগরিকদের প্রয়োজন।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রশাসন এসই-১বি ভিসার মাধ্যমে তার নাগরিকদের অগ্রাধিকার থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছে? এর উত্তরে তিনি বলেন, আপনাকে অবশ্যই প্রতিভা আনতে হবে।
এ বিষয়ে প্রতিউত্তরে উপস্থাপক বলেন, আমাদের প্রচুর প্রতিভা আছে। ট্রাম্প বললেন, না, আপনার নেই।
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশি নাগরিকদের বিশেষ দক্ষতা বা বিশেষ পেশার কাজে চাকরি করার অনুমতি দেয়। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ব্যাপক অভিবাসন দমন অভিযানের মধ্যে যাচ্ছেন। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে, কোম্পানিগুলোকে প্রতিটি এইচ-১বি কর্মী ভিসার জন্য বছরে এক লাখ ডলার ফি দিতে হবে।
গত সপ্তাহে, মার্কিন শ্রম বিভাগ এইচ-১বি ভিসা অপব্যবহার নিয়ে ১৭৫টি তদন্ত শুরু করেছে। 'প্রজেক্ট ফায়ারওয়াল' নামে পরিচিত এই উদ্যোগটি ভিসা ব্যবস্থার অপব্যবহারকারী কোম্পানিগুলিকে লক্ষ্য করে শুরু করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সেরা মেধাবীদের আসতে নিরুৎসাহিত করবে।
তবে সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে আগ্রাসী অভিবাসন সংস্কারের বিষয়ে ট্রাম্প অবস্থান শিথিল করছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/এমই