ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। হামলার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করেছে যে ‘রাশিয়ার হামলায় একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।’ এতে কিয়েভের ১০টি জেলার মধ্যে আটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘৪০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজিম