রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের গুরুত্বপূর্ণ এক বন্দরনগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মেয়র আন্দ্রেই ক্রাভচেঙ্কো জানিয়েছেন, রাতে ইউক্রেনের ড্রোন হামলার পর ১৪ নভেম্বর সকালে নোভোরোসিয়েস্ক বন্দরনগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ক্রাভচেঙ্কো জানিয়েছেন, কিয়েভের রাতের হামলায় ‘অরোরা রেসিডেনশিয়াল কমপ্লেক্স’ ও ‘সুভোরোভস্কায়া স্ট্রিট’-এর আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ব্যক্তিমালিকানাধীন ভবনও ধ্বংস হয়ে গেছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হবে।
আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, নোভোরোসিয়েস্কে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে দুজন শিশুও আছে।
ইউক্রোনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শস্য টার্মিনালের তিনটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোনের ধংসাবশেষ তেমরিউকস্কি জেলার তামান গ্রামে এবং আনাপার কাছের ইউরোভকা ও সিবানোবালকা গ্রামেও পড়ে।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে তাদের দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত ও জব্দ করেছে।
নোভোরোসিয়েস্ক রাশিয়ার অন্যতম প্রধান উষ্ণ পানির বন্দর। এই বন্দর দিয়েই দেশটির তেল ও শস্যের বড় অংশ রপ্তানি করা হয়। বন্দরটি রাশিয়ার কৌশলগত সামরিক ও বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।