বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর বিশাল জয়ের পর এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করছে বিজেপি। ফল প্রায় চূড়ান্ত হওয়ার পরই বিজেপি রাজ্য ইউনিট তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে ‘নেক্সট ওয়েস্ট বেঙ্গল’। তারা কার্যত তৃণমূলকে একরকম হুঙ্কার দিয়ে রেখেছে। আর বিজেপির এই আত্মবিশ্বাসী পোস্টের জবাবে পাল্টা মিম দিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট অভাবনীয় ফলাফল করেছে। এর মধ্যে বিজেপি একাই জয় পেয়েছে ৯৩টির মতো আসন। এই বিপুল জয়ে উৎসাহিত হয়েই বিজেপি নেতৃত্ব এখন পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছেন, যেখানে আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা।
বিহারের এই জয়ের ধারা আগামী বছর পশ্চিমবঙ্গেও বজায় থাকবে, এমনটাই আত্মবিশ্বাসী বিজেপি। রাজ্য বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে মাত্র তিন শব্দের একটি বার্তা পোস্ট করে নেক্স ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংসহ একাধিক বয়স্ক বিজেপি নেতাও ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমবঙ্গেও বিজেপির জয়যাত্রা অব্যাহত থাকবে।
বিজেপির এই পোস্টের জবাবে তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় মিম ভিডিও শেয়ার করে। ভিডিওটিতে দেখা যায় ইউটিউবে অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করা একটি বালককে, যে বলছে, স্বপ্ন দেখা ভালো। এই মিমের মাধ্যমে তৃণমূল বুঝিয়ে দিয়েছে যে বিজেপি দিবাস্বপ্ন দেখছে।
প্রসঙ্গত, গত নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের ইতিহাসে সেরা ফল করেছিল বিজেপি। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ৭৭টি আসন জিতেছিল। যদিও তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল। এবার সেই পরিসংখ্যান টপকে মমতা বন্দ্যোপাধ্যাকে চ্যালেঞ্জ ছুঁড়তে চাইছে বিজেপি।
বিডি প্রতিদিন/নাজমুল