বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা যখন প্রায় শেষের পথে। এতে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ভূমিধস বিজয়ের পথেই রয়েছে। এই আনন্দে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ভোলেনি নরেন্দ্র মোদির দল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মানচিত্রকে হাতিয়ার করে বিজেপি দাবি করেছে, গত দুই দশকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ৯৫টি নির্বাচনী পরাজয় বরণ করেছে কংগ্রেস।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই সাইবার আক্রমণের নেতৃত্ব দেন। তিনি একটি গ্রাফিক পোস্ট করে কটাক্ষ করেন, ২০০৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত যে নির্বাচনগুলিতে কংগ্রেস হয় রাজ্য ক্ষমতা হারিয়েছে অথবা নির্বাচনী সাফল্য পেতে ব্যর্থ হয়েছে, তার একটি বিশদ বিবরণ সেখানে রয়েছে। মালব্য লেখেন, রাহুল গান্ধী! আরও একটা নির্বাচন, আরও একটা পরাজয়! নির্বাচনী পরাজয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যদি কোনও পুরস্কার থাকত, তবে তিনি সবগুলিই পেয়ে যেতেন। এই হারে, স্বয়ং ব্যর্থতাও হয়তো ভাবছে, এত নিশ্চিতভাবে তিনি তাকে খুঁজে পান কীভাবে।
তিনি আরও একটি মানচিত্র শেয়ার করেন যেখানে রাজ্য জুড়ে মোট ৯৫টি হারের তালিকা রয়েছে। যা বিজেপির দাবি অনুযায়ী রাহুল গান্ধী দলের কেন্দ্রীয় প্রচারক হওয়ার পর থেকেই কংগ্রেসের ঝুলিতে এসেছে। এই তালিকায় হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ প্রায় প্রতিটি বড় রাজ্যের একাধিক বিধানসভা নির্বাচন অন্তর্ভুক্ত। এছাড়াও দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর-পূর্ব ও দক্ষিণের রাজ্যগুলির পরাজয়ও এই তালিকায় রয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল