বিহারের বিধানসভা নির্বাচনে একতরফা জয় পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ২৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২ আসন, কিন্তু এনডিএ এগিয়ে রয়েছে ১৫২ আসনে এবং ইতোমধ্যে ৫৩ আসনে জয় পেয়েছে।
এর মধ্যে বিজেপি ৯২, জেডিইউ ৮৪, এলজেপি ২০, হ্যাম ৫ এবং আরএলএম ৪ আসনে এগিয়ে।
অন্যদিকে বিরোধী জোট ‘মহাগাটবন্ধন’ (এমজিবি) বড় ধরনের ভরাডুবির মুখে মাত্র ৬ আসনে জয়ী এবং ২৬ আসনে এগিয়ে। কংগ্রেসের ফল সবচেয়ে শোচনীয়।
প্রশান্ত কিশোরের নতুন দল ‘জন সুরজ পার্টি’ একটিও আসনে জয় পায়নি। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু মোদির জয় নয়; নীতিশ কুমার-মোদির সম্মিলিত নেতৃত্বের জয়। বিশেষ করে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ ও বিভিন্ন আর্থিক সুবিধা নারী ভোটারদের বড়ভাবে প্রভাবিত করেছে।
ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়েও বিরোধীদের অসন্তোষ থাকলেও ফলাফলে এনডিএর ক্লিন সুইপ সুনিশ্চিত। ফলাফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিহারজুড়ে এনডিএ শিবিরে উল্লাস মিষ্টি বিতরণ, আবির খেলা, উৎসবের আমেজ।
জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিহারের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। অমিত শাহও নারীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
এদিকে কংগ্রেসের লজ্জাজনক ফলাফলে জোটসঙ্গীরা ক্ষুব্ধ। বিজেপি রাহুল গান্ধীকে ব্যর্থ নেতৃত্ব বলে কটাক্ষ করেছে।
বিহারে বিশাল জয়ের পর বাংলায় জয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতারা, তবে তৃণমূল বলছে, ‘বিহার-বাংলার রাজনীতি এক নয়, বাংলায় ২৫০+ আসন পাবে তৃণমূল।’
বিডি-প্রতিদিন/আশফাক