শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
মিয়ানমারে সংখ্যালঘু নির্যাতন

সহিংসতার পেছনে বৌদ্ধ ভিক্ষু

আশিন ভিরাথু মিয়ানমারের এক প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু। অতীত পাপ মোচনের জন্য প্রার্থনা করলেন। এরপর সমবেত হাজারও ভক্তদের উদ্দেশে ধর্মোপদেশ দেওয়া শুরু করলেন। ধর্মোপদেশে দেশের সংখ্যালঘু মুসলমানদের উৎখাতের দিক-নির্দেশনা দিলেন তিনি। ভক্তদের তিনি বললেন, তোমরা দয়া আর ভালোবাসায় পূর্ণ থাকতে পার। কিন্তু, পাগলা কুকুরের পাশে ঘুমাতে পার না। তার মতে, এই পাগলা কুকুর হচ্ছে তার দেশের সংখ্যালঘু মুসলমান বা রোহিঙ্গারা। এভাবেই মিয়ানমারের চলমান সহিসংতাকে উসকে দিচ্ছেন চরমপন্থি বৌদ্ধ ভিক্ষুরা।
নিউইয়র্ক টাইমসের বৈশ্বিক সংস্করণ ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের এক প্রতিবেদনে মিয়ানমারের সহিংসতায় বৌদ্ধ ভিক্ষুদের ভ‚মিকা তুলে ধরা হয়েছে। নিউইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে ‘মিয়ানমারের বৌদ্ধদের মধ্যে চরমপন্থা বাড়ছে’ ও হেরাল্ড ট্রিবিউন ‘মিয়ানমারে এক বৌদ্ধ ভিক্ষুর উত্তেজিত হওয়ার ডাক’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। হেরাল্ড ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বৌদ্ধ ভিক্ষুরা ২০০ জনের বেশি মুসলমানকে মেরে ফেলেছে এবং  দেড় লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে যাদের অধিকাংশই মুসলমান। দেশব্যাপী উগ্রবাদী আন্দোলনকে ছড়িয়ে দিতে ধর্মোপদেশ সংবলিত বক্তব্য ডিভিডি বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের মধ্যে বিলি করা হচ্ছে। মুসলমানদের  তৈরি জিনিস ও পণ্য বয়কটের আহবান জানানো হচ্ছে নিয়মিত ধর্মোপদেশে। এএফপি।

সর্বশেষ খবর