শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

ব্রাজিলে সরকার হটাতে ১০ লাখ মানুষ রাজপথে

ব্রাজিলজুড়ে সরকারবিরোধী আন্দোলন তীব্রতর হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিশেষ করে পরিবহন ব্যয় কমানোর দাবি সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। সরকার পরিবহন ব্যয় কমানোর ঘোষণা দিলেও বৃহস্পতিবার ব্রাজিলজুড়ে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রায় ১০০টি শহরে ১০ লাখেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে গতকাল জরুরি বৈঠকে বসেছে সরকার। প্রেসিডেন্ট দিলমা রৌসেফের আগামী সপ্তাহের জাপান সফরের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও প্রায় ১০০টি শহরে  বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ হলেও সংখ্যাবৃদ্ধির উত্তেজনায় কোথাও কোথাও সহিংসতা ও লুটপাটে জড়িয়ে পড়ে প্রতিবাদকারীরা। রিও ডি জেনেরিওতে এমন ঘটনা ঘটেছে। এখানে তিন লাখ মানুষ বিক্ষোভ মিছিল করে। তবে সাও পাওলোর কাছের রিবেইরা প্রিতোতে মিছিলকারীদের ওপর একটি জিপ উঠে গেলে ২০ বছরের এক বিক্ষোভকারী তরুণ নিহত হন। আল জাজিরা।

সর্বশেষ খবর