শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

প্রিয়জনের হাতেই নির্যাতিত ৩০ শতাংশ নারী

বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডবি্লউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বে ৩০ শতাংশ নারী তার খুব কাছের মানুষ বা প্রিয়জনের মাধ্যমে নির্যাতনের শিকার হন। খবর বিবিসি অনলাইনের। নারীর ওপর সহিংসতা বিশ্বব্যাপী 'মহামারী' আকার ধারণ করেছে বলে ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়। এসব ঘটনায় নারী মানসিক অবসাদসহ বিভিন্ন রোগে ভুগছেন। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) ও সাউথ আফ্রিকান মেডিকেল রিসার্চ (এসএএমআরসি) এ দুটি প্রতিষ্ঠানের সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিবেদনটি তৈরি করেছে। এতে প্রিয়জন ও অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীজুড়ে নারীরা যে ধরনের সহিংসতার শিকার, এর একটি চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বে খুন হওয়া নারীর মধ্যে ৩৮ শতাংশই নিহত হন জীবনসঙ্গীর হাতে।

 

 

সর্বশেষ খবর